প্রাথমিকে শীতকালীন ছুটির নতুন তারিখ ঘোষণা

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৯ ডিসেম্বর থেকে প্রাথমিকে শীতকালীন ছুটি শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। ২৪ ডিসেম্বর থেকে বড়দিন ও শীতকালীন ছুটি শুরু হবে।
শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাজমা শেখের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।
অফিস আদেশে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি ১৯ ডিসেম্বরের পরিবতে ২৪ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করা হলো।
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কমকতা বলেন, ২২ ডিসেম্বর পর্যন্ত স্কুলগুলোতে ক্লাস করানোর নির্দেশনা দেয়া হয়েছে। এখন স্কুলগুলোতে অন্তর্বর্তীকালীন পাঠ পরিকল্পনা চলছে। তাই সে অনুযায়ী ২৪ ডিসেম্বর থেকে ছুটি শুরু করতে বলা হয়েছে।