আগৈলঝাড়ার ঘটনায় মহিলা পরিষদের নিন্দা ও শাস্তি দাবি

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আস্কড় গ্রামে যৌতুকের দাবিতে স্বামি ও শ^শুর বাড়ির লোকদের নির্যাতনে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা। একই সঙ্গে তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেছে।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিব্রিতিতে মহিলা পরিষদ জানায়, বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আস্কড় গ্রামের অমৃত হালদারের মেয়ে মিতালী হালদারকে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মিন্টু বৈদ্যসহ পরিবারের লোকজনের বিরুদ্ধে। যা অত্যন্ত নিন্দার বিষয়। ঘটনার সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে বিব্রিতিতে।
বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার পক্ষ থেকে নিন্দা ও শাস্তি দাবি করেছে সভাপতি রাবেয়া খাতুন, সহ-সভাপতি নূরজাহান বেগম, জাহান আরা বেগম, প্রফেসর শাহ-সাজেদা, সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক প্রতিমা সরকার, সাংগঠনিক সম্পাদক অধ্যাপিকা টুনু রানী কর্মকার, অর্থ সম্পাদক সেলিনা ইয়াছমিন এ্যানি, লিগ্যাল এইড সম্পাদক জেসমিন আক্তার, আন্দোলন সম্পাদক সুরুচি কর্মকার, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক মলিনা মন্ডল, প্রচার সম্পাদক পাপিয়া জেসমিনসহ অন্যান্য নেত্রীবৃন্দ।