করোনায় ঢাকা মহানগর বিএনপির সম্পাদক হাসানের মৃত্যু

করোনায় ঢাকা মহানগর বিএনপির সম্পাদক হাসানের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মারা গেছেন ঢাকা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান।

রবিবার রাত ৯টার দিকে এই তথ্য নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, গত কয়েকদিন ধরেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আহসান উল্লাহ।

আহসান উল্লাহ হাসান সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে মিরপুর থেকে সংসদ সদস্য হিসেবে বিএনপির প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।

তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের দুইবার নির্বাচিত কমিশনার হিসেসবে দায়িত্ব পালন করেন।