আগৈলঝাড়ায় করোনাকালীন ক্ষতিগ্রস্থ কৃষকদের ঋন বিতরণ

আগৈলঝাড়ায় করোনাকালীন ক্ষতিগ্রস্থ কৃষকদের ঋন বিতরণ

বরিশালের আগৈলঝাড়ায়  করোনাকালীন ক্ষতিগ্রস্থ কৃষকদের সরকার ঘোষিত প্রনোদনার আওতায় ঋন  বিতরণ করা হয়েছে।

শনিবার বিকালে সোনালী ব্যাংক লিমিটেড গৈলা শাখার আয়োজনে কাঠিরা সরকারী প্রথমিক বিদ্যালয় হল রুমে গৈলা শাখার সোনালী ব্যাংক লিঃ ব্যবস্থাপক গৌতম রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটু,সোনালী বাংক এসপিও আবু হানিফ, ,সোনালী বাংক প্রিন্সিপাল পিও আবু হানিফসহ অন্যনরা।শেষে করোনাকালীন ক্ষতিগ্রস্থ একশত জন কৃষকদের মাঝে  ঋন  বিতরণ করা হয়।