আগৈলঝাড়ায় নারী নেত্রীদের প্রশিক্ষণ

‘নারীরাই ক্ষুধামুক্তির মূল চাবিকাঠি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় উন্নয়নে নারীর সম-অংশিদার বিকশিত নারী নেটওয়ার্কের নারী নেত্রীদের প্রশিক্ষণ ফলোআপ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার বাকাল পদ্মা বহুমূখী সমবায় সমিতির অফিস কক্ষে দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় বিকশিত নারী নেটওয়ার্কের ১৮ জন নারী নেত্রীদের স্বাস্থ্য প্রজননের উপর ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষনে উপস্থিত ছিলেন, দি হাঙ্গার প্রজেক্ট এর বাবুগঞ্জ সমন্বয়কারী আলামিন শেখ, আগৈলঝাড়া উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম লিটন, নারী নেত্রী সুমা কর, ইউপি সদস্যা শান্তনা বেগম, নিবেদিতা বৈদ্য, শিখা রানী শিকদার, বাকাল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি নাছির উদ্দিন ফকির প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ক্রমবর্ধমান হারে বিকশিত নারী নেটওয়ার্কের মাধ্যমে নারীরা যুক্ত হতে থাকে এই কর্মসূচির সাথে। ফাউন্ডেশন কোর্স পরবর্তী প্রতি মাসে দিনব্যাপী ফলোআপ কর্মশালার মাধ্যমে নেত্রীদের সক্রিয়তা, নেতৃত্বের দক্ষতা ও সামর্থ্য বিকাশের নিয়মিত ও ধারাবাহিক উদ্যোগ চলতে থাকে বছর ব্যাপী। একইসাথে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের মধ্য দিয়ে নারী নেত্রীদের মধ্যে নারীর মর্যাদা বৃদ্ধি ও সমঅধিকার প্রতিষ্ঠার আকংক্ষা তীব্র হতে থাকে এবং তাদের মধ্যে গড়ে উঠে গভীর আন্তঃসম্পর্ক। এরই ধারাবাহিকতায় ‘বিকশিত নারী নেটওয়ার্ক’-এর আত্মপ্রকাশ ঘটে।