আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

আগৈলঝাড়ায় বিভিন্ন কর্মসূচীতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

“রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তবু দেশকে আমরা মুক্ত করে ছারবো ইনসাল্লাহ” এই স্লোগানকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রসাশন ও উপজেলা আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্য্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ পালন। 

 সোমবার সকাল সাড়ে দশটায় উপজেলা প্রসাশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পূষ্ফমাল্য অর্পনকরেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর নেতৃত্বে উপজেলা পর্য্যায়ের সকল কর্মকর্তা কর্মচারী বৃন্দ। পরে শহীদ সুকান্ত আব্দুল্লাহ হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টান এবং বিজয়ীদের পুরষ্কারের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। 

অপরদিকে বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরের দলীয় কার্যালয়ে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে ১ মিনিট নীরবতা পালন শেষে নেতা কর্মীদের সমন্বয়ে এক বিশাল র‌্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের ঐতিহাসিক ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানের সেই লোম হর্ষক ভাষণের তাৎপর্য্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত।

এসময় উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ সহ অংঙ্গসহযোগী সংগঠন কৃষকলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগ ইউনিয়ন আওয়ামীলীগ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।