বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান

বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান

বরিশালের বাবুগঞ্জ থানা এলাকায় আলোচিত ক্লু-লেস জোড়া হত্যা মামলায় সল্প সময়ে রহস্য উদঘাটন এবং প্রকৃত অপরাধীদের গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করায় বরিশাল রেঞ্জের পক্ষ থেকে মামলার তদন্তকারী অফিসার বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মাহাবুবুর রহমান কে শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। 

৬ মার্চ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বরিশাল রেঞ্জ  ডিআইজি এসএম আক্তার উজ জামান, পিপিএম এর হাত থেকে অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান অনুপস্থিত থাকায়  তার পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহ্জাহাান হোসেন ( প্রশাসন ও অর্থ) পিপিএম  এ সম্মাননা গ্রহন করেন। 

৭মার্চ বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জেলা পুলিশ সুপার এর কার্যালয় থেকে বিশেষ এ সম্মাননা গ্রহন করেন। 

বাবুগঞ্জ থানার ওসি মাহাবুবুর রহমান শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসাবে সম্মাননা পাওয়া তাকে বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।