আগৈলঝাড়ায় মহাসড়কের পাথর, ঘটছে দূর্ঘটনা

বরিশালের আগৈলঝাড়ায় মহাসড়কের উপর গুড়ি পাথর রাখার কারনে ঘটছে দূর্ঘটনা। গত এক সপ্তাহ পূর্বে রাতের আধারে গৌরনদী-আগৈলঝাড়া-পয়সারহাট মহাসড়কে সুজনকাঠী(ফকিরবাড়ি ব্রীজ) কে বা কাহারা গুড়ি পাথর ফেলে যায়। দীর্ঘদিনও সড়ক থেকে পাথর অপসারন না করায় অহরহ ঘটছে দূর্ঘটনা।
ইতিমধ্যেই ৮-১০টি দূঘর্টনায় একাধিক ব্যক্তি আহত হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয়রা জানেন না সড়কের ফেলে রাখা পাথরের মালিক কে ?। ওই স্থানে ক্ষুদ্র ব্যবসায়ী হানিফ বেপারী জানান, গত ৮-১০দিন পূর্বে রাতে আধারে কে বা কাহারা সড়কের উপর পাথর ফেলে রেখে যায়। প্রতিদিনই ওই স্থানে ঘটছে দূর্ঘটনা।
এব্যাপারে বরিশাল সওজ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী অরুন কুমার চৌধুরী সাংবাদিকদের বলেন, আমি সরেজমিন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। কোন মালিক পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।