পটুয়াখালীতে আইডিইবি‘র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণপ্রকৌশল দিবস পালন

“টেকসই উন্নয়নে-নবায়নযোগ্য জ্বালানী ”এই প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে আইডিইবি‘র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ প্রকৌশল দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার ৮ নভেম্বর বেলা ১২টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর আয়োজনে পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউড প্রাঙ্গণে বেলুন ফেস্টুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে আইডিইবি‘র ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও গণ প্রকৌশল দিবস এর উদ্বোধন করেন প্রধান অতিথি পলিটেকনিক ইন্সটিটিউড এর অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান। পরে একটি বনাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিতাসমোড় এলাকায় গিয়ে শেষ হয়।
এসময় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাইসুল ইসলাম, যুগ্ম-সাধারন সম্পাদক এইচ এম সোলায়মান,সাংগঠনিক সম্পাদক তৈয়ুবুর রহমান, গণপূর্ত বিভাগে উপ- বিভাগীয় প্রকৌশলী পিন্টু তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃইউসুফ হাওলাদার, রুহুল আমিন, বদরুল হাসান, মামুন খান,পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউড বিভাগীয় প্রধান (সিভিল) মোঃ ইয়ারুল হক,জেনিকের অর্থ সম্পাদক সঞ্জয় দাস,শিক্ষা প্রকৌশল এর উপ-সহকারী প্রকৌশলী লুৎফর রহমান,পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন আকন, এস এম ফারুকসহ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) জেলা শাখার নেতৃবৃন্দ, পটুয়াখালী পলিটেকনিক ইন্সটিটিউড শিক্ষক কর্মচারী এবং শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।