আগ্নেয়াস্ত্র ও জালনোটসহ কারবারি আটক

বরিশাল র্যাব-৮ এর অভিযানে আগ্নেয়াস্ত্র ও জালনোটসহ এক কারবারিকে আটক করা হয়েছে। পটুয়াখালী জেলার গলাচিপা থেকে মো. শাহিন মাতুব্বর (৩২)কে আটক করে র্যাব। এসময় তার কাছ থেকে ১ টি ওয়ান শুটার গান, ৩ রাউন্ড কার্তুজ ও ৫ শত টাকার তিনটি জালনোট উদ্ধার করা হয়। র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
শনিবার সকালে গলাচিপা উপজেলার সৈয়দকাঠী এলাকা থেকে র্যাবের হাতে আটক হয় শাহিন।
আটক মো. শাহিন গলাচিপা থানাধীন সৈয়দকাঠী এলাকার নুরুল আলম মাতুব্বর ওরফে লাল মিয়ার ছেলে।
আটক মো. শাহিন মাতুব্বর একজন অস্ত্র ও জাল টাকার ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামী ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় র্যাব-৮ কর্তৃক আটককৃত আসামীর বিরুদ্ধে গলাচিপা থানায় অস্ত্র ও স্পেশাল পাওয়ার এ্যাক্ট আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে জানিয়েছে র্যাব।