মুলাদীতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মুলাদীতে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

 

বরিশালের মুলাদী উপজেলায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ওই জরিমানা করা হয়।

 শনিবার দিনব্যাপি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশালের সহকারি পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া ও সুমি রাণী মিত্ররর নেতৃত্বে এবং ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সদস্যদের সহযোগিতায় ওই অভিযান চালানো হয়।

অভিযানে সোহাগ স্টোরের প্রোপাইটর মো. রায়হান, তালুকদার মেডিকেল হলের প্রোপাইটর মো. ফরহাদ হোসেন, মিনা মেডিকেল হলের প্রোপাইটর তাপস রায়, আল রাজ্জাক বেকারীর প্রোপাইটর মো. সোহেল আহমেদ, বিসমিল্লাহ মেডিকেল হলের প্রোপাইটর আল-মামুন সিকদার, বায়োজিদ স্টোরের প্রোপাইটর মো. আবুল কালাম ও হাওলাদার স্টোরের প্রোপাইটর মো. আলম হাওলাদারকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়।