আজ কোহলির জন্মদিন

ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির ৩২তম জন্মদিন আজ, ৫ নভেম্বর। জন্মদিনে তারকা এই ক্রিকেটারকে শুভেচ্ছা ভাসাচ্ছেন সতীর্থ ও ভক্ত সমর্থকেরা।
আইপিএলের জন্য এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে রয়েছেন কোহলি। শুক্রবার এলিমিনেটর রাউন্ডের গুরুত্বপূর্ণ ম্যাচ। সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। ফলে জন্মদিনে অনুশীলনেই ব্যস্ত ক্যাপ্টেন কোহলি।
আরসিবি’র পক্ষ থেকে বৃহস্পতিবার তাদের অধিনায়কের জন্মদিনে আবেগঘন পোস্ট করা হয়৷ দলের অফিশিয়াল টুইটারের বিরাটের ছবি দিয়ে লেখা হয়- “ এই মানুষটা নিজের রক্ত, ঘাম এবং চোখের জল সবকিছু দিয়েছে রেড অ্যান্ড গোল্ডকে৷ আমাদের কিংবদন্তি দলনেতাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা৷ হ্যাপি বার্থ ডে কিং কোহলি!”
ভারতীয় দলের কোচ রবি শাস্ত্রী কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন- “এমন একজন মানুষ যিনি ফিটনেসকে এক অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছেন। যার কাজের প্রতি নিষ্ঠা এবং একাগ্রতা তাকে অল্প বয়সেই সাফল্যের চূড়ায় পৌঁছে দিয়েছে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। ঈশ্বর তোমার মঙ্গল করুন।”
ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকেও বিরাট কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়। অনিল কুম্বলে, যুবরাজ সিং থেকে শিখর ধাওয়ান, হরভজন সিং কিং কোহলিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকেই।
আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি শতরানের (ওয়ানডে ৪৩/ টেস্ট ২৭) মালিককে তার জন্মদিনে কুর্নিশ জানাল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসিও।
ভোরের আলো/ভিঅ/০৫/২০২০