শিগগিরই সিনোফার্মের সঙ্গে টিকার চুক্তি

শিগগিরই সিনোফার্মের সঙ্গে টিকার চুক্তি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চীনা কোম্পানি সিনোফার্মের তৈরি করোনাভাইরাসের টিকা আমদানির জন্য শিগগিরই একটি চুক্তি হবে।

বুধবার বিকেলে মহাখালীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য ১০ শয্যার নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রসহ (আইসিইউ) ১৫০ শয্যার কোভিড-১৯ ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ কথা বলেন তিনি।

জাহিদ মালেক বলেন, ‘রাশিয়ার সঙ্গে আমরা চুক্তিবদ্ধ হয়েছি। চায়নার সঙ্গেও চিঠিপত্র আদান-প্রদান করেছি। অল্পসময়ের মধ্যে সিনোফার্মের সঙ্গেও চুক্তিবদ্ধ হতে পারব।’

দেশে করোনা অনেকটা নিয়ন্ত্রণে আছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাস রাতারাতি দেশ থেকে চলে যাবে না। করোনাকে নিয়ন্ত্রণে রাখতে হবে। উন্নত বিশ্বের অনেক দেশ করোনা নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। আমাদের দেশেও করোনা অনেকটা নিয়ন্ত্রণে আছে। জনসচেতনতার মাধ্যমে এই ধারা অব্যাহত রাখতে হবে।’

তিনি আরো বলেন, ‘দেশে করোনা রোগীদের চিকিৎসা দিতে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের ১৫৯ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে। এভাবে দেশের প্রতিটি হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসার জন্য আলাদা ইউনিট চালু করা হচ্ছে।’

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার মস্কোর গামালিয়া ইনস্টিটিউটের তৈরি করা ‘স্পুৎনিক-ভি’ টিকা আমদানি ও জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। পাশাপাশি চীন থেকেও টিকা আমদানির উদ্যোগ নেওয়ার কথা সরকারের তরফ থেকে জানানো হয়।