আজ থেকে সারা দেশে বাড়ছে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম

আজ থেকে সারা দেশে বাড়ছে এলপিজি সিলিন্ডার গ্যাসের দাম

করোনা প্রাদুর্ভাবের মধ্যে এবার বাড়ছে এলপিজি গ্যাসের দাম। বাসা-বাড়িতে নিত্য ব্যবহার্য এলপিজি গ্যাসের দাম গতকাল রোববার থেকে সিলিন্ডার প্রতি অন্তত ৬০ টাকা করে বৃদ্ধি পাচ্ছে। দেশে এলপিজি বাজারজাতকারী সকল কোম্পানীগুলোর সিদ্ধান্তানুযায়ী রোববার থেকে একযোগে বর্ধিত মূল্য কার্যকর হবে। তবে খুচরা বাজারে শনিবার থেকেই এর প্রভাব পড়তে শুরু করেছে। 
বরিশাল নগরীর একাধিক খুচরা বিক্রেতা জানান, রোববার থেকে সিলিন্ডার গ্যাসের দাম বাড়বে বলে সংশ্লষ্ট পরিবেশকরা তাদের শনিবার জানিয়ে দেয়। দাম বাড়বে বলে খুচরা বিক্রেতাদের চাহিদা অনুযায়ী এলপিজি সিলিন্ডার দেয়া হয়নি শনিবার। 

এলপিজি গ্যাস কোম্পানীগুলোর একাধিক ডিলার জানান, এলপিজি কোম্পানীগুলোর মালিক সংগঠন গত শুক্রবার ঢাকায় বৈঠক করে একযোগে দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। গত শনিবার সকালে কোম্পানীগুলোর কেন্দ্রীয় দপ্তর থেকে জেলা পর্যায়ের নিজ নিজ পরিবেশকদের ফোন করে দাম বৃদ্ধির বিষয়টি জানানো হয়। রোববার থেকে সারাদেশে একযোগে দাম বৃদ্ধি করা হবে বলে স্থানীয় পরিবেশকরা জানান। তবে শনিবার থেকেই বরিশালে কয়েকজন পরিবেশক খুচরা বিক্রেতাদের বর্ধিত মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ করেছে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। 

এলপিজি কোম্পানীগুলোর পরিবেশকরা জানায়, গতকাল রোববার থেকে কোম্পানী ভেদে প্রতিটি সিলিন্ডারের পাইকারী দাম হবে ৮৬০ থেকে ৮০ টাকা পর্যন্ত। খুচরা বিক্রেতা পর্যায়ে ভোক্তাদের কাছে বিক্রি করবেন আরও ৩০ থেকে ৫০ টাকা বেশী দামে। সে হিসেবে রোববার থেকে ভোক্তাকে এলপিজি সিলিন্ডার কিনতে হবে ৯২০ থেকে ৯৪০ টাকায়।

পরিবেশকরা জানিয়েছেন, শনিবার পর্যন্ত এলপিজি সিল্ডিারের পাইকারী মূল্য ছিল কোম্পানী ভেদে ৭৮০ থেকে ৮১০ টাকা। যা খুচরা বাজারে বিক্রি হতো সর্বোচ্চ ৮৫০ টাকায়।

পেট্রো গ্যাস কোম্পানীর বরিশালের পরিবেশক মো. শাহিন, ওমেরা গ্যাস কোম্পানীর মীর মাহফুজ ও নাভানা গ্যাস কোম্পানীর মো. কুদরতই খোদা জানান, শনিবার সকালে তাদের নিজ নিজ কোম্পানীর উর্ধ্বতন কর্মকর্তরা ফোন করে তাদের রবিবার থেকে এলপিজি সিলিন্ডারের দাম বৃদ্ধির কথা জানিয়েছেন। তবে এর সঠিক কোন কারণ কোম্পানী থেকে জানানো হয়নি। 

বরিশালের বাজারে বসুন্ধরা, যমুনা, ক্লীনহিট, টোটাল, অরিয়ন, পেট্রোম্যাক্স, লাফার্স, জি-গ্যাস, ডেলটা ও নাভানাসহ অন্তত ১০টি কোম্পানীর সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে।