মেধার স্বাক্ষর রাখলেই চলবে না, রাষ্ট্রের উপকারে আসতে হবে-বিএমপি কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেছেন, শুধু মেধার স্বাক্ষর রাখলেই চলবে না, রাষ্ট্রের উপকারে আসতে হবে। চাকুরীর শুরুতেই যদি ভাল হয়, জনকল্যানকর হয়, তাহলে পুরো জীবন ইবাদতের শামিল হবে। সততা, দেশপ্রেম, দক্ষতা সবকিছু প্রয়োগ করে দুর্নীতিমুক্ত রেখে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য ৩৮তম বিসিএস এ সুপারিশকৃত বরিশালের নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি।
মঙ্গলবার বরিশাল পুলিশ লাইনসে মেট্রেপলিটন পুলিশের উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, উপ-কমিশনার (সদর) আবু রায়হান মোহাম্মদ সালেহ, উপ-কমিশনার মো. জুলফিকার আলী হায়দার, অতিরিক্ত উপ-কমিশনার জাকারিয়া রহমান, সহকারী কমিশনার মো. রাসেল, সহকারী কমিশনার আব্দুল হালিম, সহকারী কমিশনার মো. মাসুদ রানা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার আরও বলেন, আপনাদের এই সফলতার পিছনে শুধু মা বাবার অবদান নয়, এ দেশের কৃষক-শ্রমিক-মেহনতি মানুষেরও অবদান রয়েছে। পেশাদারিত্বের সাথে আন্তরিক হয়ে জনগণের ট্যাক্সের পয়সায় অর্জিত বেতনের দায় শোধ করার আহ্বান জানান বিএমপি কমিশনার।