আজ বরিশাল মুক্ত দিবস

আজ বরিশাল মুক্ত দিবস

আজ ৮ ডিসেম্বর রোববার বরিশাল মুক্ত দিবস। এইদিন বরিশাল জেলা হানাদার মুক্ত হয়েছিল।
১৯৭১ সালের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মোমবাতি প্রজ্বলন, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করা হবে বরিশাল মুক্ত দিবস। আজ বরিশাল বিকেল ৪টায় ওয়াপদা কলোনিতে থাকা ঐতিহাসিক বাঙ্কার, টর্চার সেল সংস্কার এবং সংরক্ষণ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। 
দিবস পালন উপলক্ষে বিকেল পাঁচটায় নগরের মুক্তিযুদ্ধের স্মরক ভাস্কর্য বিজয় বিহঙ্গ এলাকায় অনুষ্ঠিত হবে মোমবাতি প্রজ¦লন, আলোচনা সাংস্কৃতি অনুষ্ঠান। বরিশাল মুক্ত দিবস উপলক্ষে ওই আয়োজন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদ ও বরিশাল নাটক।
বরিশাল মুক্ত দিবসের আলোচনা সভায় উগ্র মৌলবাদের বিরুদ্ধে সোচ্চার হতে এবং বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদসহ দেশের সমস্ত ভাস্কর্য রক্ষা দাবি তোলা হবে। মুক্ত দিবসের এই আয়োজনে মুক্তিযোদ্ধাসহ সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে উদীচী ও বরিশাল নাটক।
এদিকে বিকেল চারটায় ৮ ডিসেম্বর বরিশাল মুক্ত দিবস উপলক্ষে বাঙ্কার ও টর্চার সেল সংস্কার ও সংরক্ষণ প্রকল্পের উদ্বোধন করা হবে। বরিশাল সিটি করপোরেশনের আয়োজনে ৭১-এর বর্বর পাক বাহিনীর টর্চার সেল হিসেবে পরিচিত ওয়াপদা কলোনির বধ্যভূমিতে ওই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠিত হবে।
আনুষ্ঠানিকভাবে ওই প্রকল্পের উদ্বোধন করবেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবত সাদিক আবদুল্লাহ।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন বরিশালের বাঙালি নারী-পুরুষের উপর পাকিস্তানী হানাদার বাহিনী এবং তাদের দোসরদের নির্মম নির্যাতন ও নৃশংসতার স্মৃতি বহন করে চলেছে বরিশাল ওয়াপদা কলোনি। ইতিহাসের সাক্ষী  সেই ঐতিহাসিক বাঙ্কার, টর্চার সেল সংস্কার ও সংরক্ষণ প্রকল্পটি বাস্তবায়ন করেছে বরিশাল সিটি করপোরেশন। প্রকল্পে সহযোগিতা দিয়েছে মুক্তিযুদ্ধ যাদুঘর, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, বরিশাল মুক্তিযোদ্ধা সংসদ এবং বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ।