আজ ভোরের আলোর বিশেষ আয়োজন ফেসবুক লাইভ ১১ পর্বে চোখ রাখুন

আজ ভোরের আলোর বিশেষ আয়োজন ফেসবুক লাইভ ১১ পর্বে চোখ রাখুন
প্রিয় পাঠক,

করোনা সতর্কাতায় নিশ্চয়ই ঘরে আছেন, সাবধানে আছেন । আপনারা ঘরে থাকুন, সুস্থ থাকুন, এটাই আমরা চাই।

চলমান জীবনে আমাদের অপরিচিত যাত্রা। আমরা বাঁচতে সবকিছু থেকে নিজেকে ঘরে রাখছি। এমন দৈনন্দিন জীবনে ঘরে অনেক কিছু করছি, নিজের সময়টুকু ভোগ করে কাটাতে, আবার সতর্ক হতে গণমাধ্যম এর- সঙ্গে নিজের চোখ মেলাচ্ছি।

‘দৈনিক ভোরের আলো’ করোনা নিষেধাজ্ঞা আরোপ হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ অব্যাহত রেখেছে। নিয়মিত ছাপা সংস্করণ পাঠকের দ্বারে পৌঁছে দিচ্ছে। অনলাইন সংবাদ নিয়ে আছে প্রতিদিন।

আমাদের বিশেষ আয়োজন ফেসবুক লাইভ। আমাদের এই আয়োজনে যুক্ত হবেন সমাজের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ ।

বৃহস্পতিবার ( ২৮ মে) রাত ৮ টা৩০ মিনিটে আমাদের সঙ্গে যুক্ত হবেন আসাদুজ্জামান নূর, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংসদ সদস্য নীলফামারী-২ আসন এবং

নাট্য ব্যক্তিত্ব, সৈয়দ দুলাল।

ভোরের আলোর ফেসবুক পেজ লিংক-  (Vorer Alo Facebook Page) ।



আমাদের আগের লাইভ ডিডিও গুলো দেখুন-


আমাদের আগের লাইভ ডিডিও গুলো দেখুন-

আমাদের আগের লাইভ ডিডিও গুলো দেখুন-