আজ ভোরের আলোর লাইভ অনুষ্ঠানটি কারিগরি ত্রুটির জন্য প্রচার করা সম্ভব হচ্ছে না
আজ (৭ জুলাই) ভোরের আলো নিয়মিত বিশেষ আয়োজন ফেসবুক লাইভ অনুষ্ঠানটি হঠাৎ করে কারিগরি ত্রুটির দেখা দেয়ায় প্রচার করা সম্ভব হচ্ছে না।
‘দৈনিক ভোরের আলো’ করোনা নিষেধাজ্ঞা আরোপ হওয়ার সঙ্গে সঙ্গে ফেসবুক লাইভ অব্যাহত রেখেছে। নিয়মিত ছাপা সংস্করণ পাঠকের দ্বারে পৌঁছে দিচ্ছে। অনলাইন সংবাদ নিয়ে আছে প্রতিদিন।
আমাদের বিশেষ আয়োজন ফেসবুক লাইভ। আমাদের এই আয়োজনে যুক্ত হয়েছেন সমাজের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ । সেই ধারাবাহীকতায় মঙ্গলবার ( ৭ জুলাই) রাত ৮ টা ৩০ মিনিটে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার কথাছিলো মোহাম্মদ তানভীর কায়সার, সহকরী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান, ইংরেজী বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। এবং ড. মোঃ ইমরান চৌধুরী, চেয়ারম্যান, বোর্ড অব ট্রাস্টিজ, ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিভি), বরিশাল।
কারিগরি ত্রুটির জন্য আগামী শুক্রবার ওই অনুষ্ঠানটি প্রচার করা হবে।