আজ মুক্তি পাচ্ছেন না পরীমণি

আজ মুক্তি পাচ্ছেন না পরীমণি

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় জামিন পেলেও আজ মুক্তি পাচ্ছেন না আলোচিত চিত্রনায়িকা পরীমণি। গণমাধ্যমকে মঙ্গলবার রাত ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেল সুপার হালিমা খাতুন।

হালিমা খাতুন বলেন, আমরা এখনো পরীমণির জামিননামা পাইনি। সেজন্য তাকে লকআপে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ফলে আজ আর তিনি মুক্তি পাবেন না। তার জামিননামা আমাদের কাছে এসে পৌঁছালে আগামীকাল (বুধবার) তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

এর আগে মঙ্গলবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় পরীমণিকে নারী, শারীরিক অসুস্থতা এবং অভিনেত্রী, এই তিন বিবেচনায় জামিন দেন আদালত। তার জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।

এর আগে গত ২২ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালতে পরীমণির জামিন আবেদন করেছিলেন তার আইনজীবী মজিবুর রহমান। তখন আদালত শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেছিলেন। পরে তার আইনজীবীরা এ নিয়ে হাইকোর্টে আবেদন করেন।

গত ৪ আগস্ট পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব।