আজ রাতে দেশে ফিরবেন সাকিব

মানসিক ক্লান্তি নিয়েও দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়েছিলেন সাকিব আল হাসান। সেখানে গিয়ে পরিবারের কয়েকজন সদস্যের অসুস্থতার খবর পান। তবুও ওয়ানডে সিরিজ শেষ করার আগে দেশের বিমান ধরেননি। প্রথম ওয়ানডের পর তার ফেরার কথা থাকলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পুরো সিরিজ শেষ করেই দেশে ফিরছেন তিনি। তবে ঢাকায় এসে পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি ফের দক্ষিণ আফ্রিকায় যাবেন টেস্ট সিরিজ খেলতে।
সাকিবের ঘনিষ্ট সূত্রে সংবাদমাধ্যমের খবর, আজ বৃহস্পতিবার রাত ৯টায় রাজধানীতে এসে পৌঁছাতে পারেন সাকিব। এ ছাড়া ওয়ানডে দলে থাকা বাকি চার ক্রিকেটার, যারা টেস্ট দলে নেই, তারা ফিরতে পারেন আগামীকাল শুক্রবার সকাল ৯ টার দিকে। তাদের মধ্যে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে। সেঞ্চুরিয়নে শেষ ম্যাচে ৯ উইকেটের জয় বাংলাদেশকে এনে দিয়েছে ঐতিহাসিক সাফল্য।
ওয়ানডে সিরিজ জিতে ডারবানের পথে টাইগাররা। দুই টেস্টের প্রথম ম্যাচ ডারবানের কিংসমিডে। আগামী ৩০ মার্চ মুমিনুল হকের নেতৃত্বে টেস্ট সিরিজে প্রোটিয়াদের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ।