আনিসুর রহমান স্বপনের সাংবাদিকতায় চার দশক

সাংবাদিকতায় চার দশক পূতি উপলক্ষে সাংবাদিক, লেখক ও গবেষক আনিসুর রহমান স্বপনকে সংবধনা দিয়েছে বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ)।
শনিবার বিকেল ৪টায় কুয়াকাটায় হোটেল বিচ হ্যাভেন এর হলরুমে ওই সংবধনা দেওয়া হয়।
এসময় তাকে উত্তীরয় পরিয়ে দেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদ্য বিদায়ী সভাপতি সুশান্ত ঘোষ, সম্মাননা স্মারক তুলেন দেন নব-নির্বাচিত সভাপতি নজরুল বিশ্বাস।
এছাড়াও উপস্থিত ছিলেন কুয়াকাটা পৌরসভার মেয়র আব্দুল বারেক মোল্লা, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মিথুন সাহা, কুয়াকাটা প্রেস ক্লাবের সভাপতি নাসির উদ্দিন বিপ্লব, সংর্বধিতজন আনিসুর রহমানের সহর্ধমীনি বেগম ফয়জুন নাহারসহ বিআরইউর সদস্যরা।
উল্লেখ্য আনিসুর রহমান স্বপন বরিশাল রিপোর্টার্স ইউনিটির অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য।