আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুদ্ধ বাংলা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শুদ্ধ বাংলা লিখন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার (২০ জানুয়ারি) সকাল ১০টায় নিলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরীর উদ্যোগে লাইব্রেরি মিলনায়তনে ওই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে ছাত্র ছাত্রীদের শুদ্ধ বাংলা লিখন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নজরুল হক নিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতা অনুষ্ঠানে আলোচনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, এড. হিরণ কুমার দাস মিঠু, অধ্যাপক টুনু রানী কর্মকার, অধ্যক্ষ আমিনুল ইসলাম খোকন, কবি জামাল আজাদ, কবি কাজী সেলিনা প্রমুখ।
আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে উপহাহার হিসেবে বই প্রদান করা হয়।