আফগান সফরে পাক-পররাষ্ট্রমন্ত্রী

আফগানিস্তান সফরে যাচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, নতুন সরকার গঠন নিয়ে রাজধানী কাবুলে কুরেশির সঙ্গে তালিবান নেতৃত্বের বৈঠক হবে বলে। ১৫ অগাস্ট কাবুলের পতনের পর এই প্রথম কোনও রাষ্ট্রনেতা আফগানিস্তান সফরে যাচ্ছেন। আশরফ গনি পরবর্তী আফগানিস্তানে কুরেশির এই সফরকে অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আগামী দিনে আফগানিস্তানের নয়া সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক গতিবিধি কী হবে, তাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে চায় ইমরান খানের দেশ। সেই প্রেক্ষিতে পাক পররাষ্ট্রমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ।
এছাড়া সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে নতুন সরকার গঠন নিয়ে তালিবান নেতৃত্বের সঙ্গে আলোচনা করবেন কুরেশি। খতিয়ে দেখবেন এই পরিস্থিতিতে কী ভাবে আফগানিস্তানের পুনর্গঠনে প্রত্যক্ষ ভূমিকা পালন করতে পারে পাকিস্তান।