আবারও বরিশাল মহানগরে ২ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করছে পুলিশ

বরিশাল মহানগরের বিভিন্ন স্পটে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। অপরাধীদের চিহ্নিত করার পাশাপাশি মিছিল-মিটিং ও সভা-সমাবেশের মাধ্যমে অরাজকতা সৃষ্টিকারীদের চিহ্নিত করতে নগরীর বিভিন্ন এলাকায় দুই শতাধিক সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার নগরীর প্রাণকেন্দ্র সদররোড, গীর্জামহল্লা, চকবাজারসহ বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের কাজ শুরু করে মেট্রোপলিটন পুলিশ।
পুলিশ কর্তৃৃপক্ষ জানিয়েছে, ক্যামেরা স্থাপনের মাধ্যমে নগরী জুড়ে অপরাধীদের গতিবিধি নিয়ন্ত্রণ করবে তারা। পর্যায়ক্রমে মেট্রোপলিটনের আওতাধীন ৪টি থানার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সিসি ক্যামেরা স্থাপন করার পরিকল্পনা রয়েছে বিএমপি’র। এই সিসি ক্যামেরার মাধ্যমে নগরীতে মিছিল-মিটিং ও সভা সমাবেশের নামে বিশৃঙ্খলা ও অরাজকতা সৃষ্টিকারীদের সহজেই চিহ্নিত করতে সুবিধা হবে। এই সিসি ক্যামেরা স্থাপন কাজ শেষ হলে অনেক অপরাধীদের মধ্যে আতংক কাজ করবে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান বলেন, আধুনিক বিশে^ অনেক ঘটনাই সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ হচ্ছে। এর ধারাবাহিকতায় নগরীর গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ২ শতাধিক সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। ক্যামেরাগুলো স্থাপনের কাজ সম্পন্ন হলে নগরীর অভ্যন্তরে অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে অপরাধ অনেকাংশে কমে আসবে বলে প্রত্যাশা পুলিশ কমিশনারের।