আমতলী উপজেলা পরিষদের পুনঃনির্বাচন নতুন ও পুরাতন ৭ জনের মনোনয়নপত্র দাখিল

আমতলী উপজেলা পরিষদের পুনঃনির্বাচন নতুন ও পুরাতন ৭ জনের মনোনয়নপত্র দাখিল

বরগুনার আমতলী উপজেলা পরিষদের পুনঃনির্বাচনে নৌকা প্রতিকের মনোনিত প্রার্থীসহ ৪ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। 

রবিবার (১৯ ফেব্রুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আওয়ামী লীগের  মনোনিত চেয়ারম্যান প্রার্থী  বীর মুক্তিযোদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়া দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সেলিম রেজার কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় তার সাথে ছিলেন, আমতলী পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,  আখতারুজ্জামান বাদল খান, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, অ্যাডঃ মনিরুল ইসলাম মনি, সোহেলী পারভীন মালা, আ'লীগ নেতা আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, পৌর যুবলীগ সভাপতি অ্যাডঃ আরিফ উল হাসান আরিফ প্রমুখ। 

আওয়ামী লীগ প্রার্থী ছাড়াও আরো তিন প্রার্থী নতুন করে মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন ,  ইসলামী আন্দোলন মনোনিত মুফতি ওমর ফারুক জিহাদী, স্বতন্ত্র মোঃ আলতাফ হোসেন হাওলাদার, মোঃ জিল্লুর রহমান রুবেল মোক্তার।  

ইতিপূর্বে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন অব্যাহতি প্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুদ্দিন আহমেদ ছজু ও গাজী সামসুল হকসহ মোট ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

অপরদিকে  মনোনয়নপত্র দাখিল উপলক্ষে বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দল মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এমএ কাদের মিয়ার মিলাদ ও দোয়ার আয়োজন করলেও সেখানে দল মনোনিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপস্থিত হয়নি বলে জানিয়েছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি গোলাম সরোয়ার ফোরকান ও সাধারণ সম্পাদক জিএম ওসমানী হাসান। বিষয়টি নিয়ে দলের নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে।