আমতলী উপজেলা পরিষদের পুনর্নির্বাচন ১৬ মার্চ

আগামী ১৬ মার্চ বরগুনার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচনের তারিখ ঘোষনা করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন ওই তারিখ ঘোষণা করেন।
জানা গেছে, ২০১৩ সালে রুপালী ব্যাংক লিও পটুয়াখালী শাখা থেকে নিজ নামে এক বছর মেয়াদী ১৬ লক্ষ টাকা ঋণ নেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান। যা সুদে-আসলে ২৪ লক্ষ টাকায় দাঁড়ায়।
এছাড়াও তার মালিকানাধীন মেসার্স বনানী ট্রেডার্সের নামেও এক বছর মেয়াদী ঋণ তোলেন গোলাম ছরোয়ার ফোরকান। যা সুদে আসলে ২৭ লক্ষ টাকা হয়। ওই ঋণ পরিশোধ না করায় ২০১৪ সালে বাংলাদেশ ব্যাংকের ঋণ খেলাপীর তালিকায় তার নাম ওঠে।
ঋণ খেলাপীর তথ্য গোপন করে ২০১৯ সালের ৩১ মার্চ অনুষ্ঠিত আমতলী উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মনোনয়নপত্র দাখিল করে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। এতে সংক্ষুব্ধ হন নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু। ওই বছরের ২১ এপ্রিল ঋণ খেলাপির তথ্য সংযোজন করে তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজু বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ওই মামলায় তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে তাকে বিজয়ী ঘোষণার আবেদন করেন।
গত ১৭ ফেব্রুয়ারী বরগুনা যুগ্ম জেলা জজ প্রথম আদালত ও নির্বাচন ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক আল মামুন সকল তথ্য যাচাই-বাছাই ও সাক্ষ্য গ্রহন শেষে গোলাম সরোয়ার ফোরকানকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিয়ে নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী সামসুদ্দিন আহম্মেদ ছজুকে আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে বিজয়ী ঘোষনার আদেশ দেন।
ওই রায়ের বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান হাইকোর্টে আপিল করেন। উচ্চ আদালত নিম্ন আদালেতর রায় স্থগিত করে পুনঃরায় বরগুনার একই আদালতে বিচারের জন্য পাঠিয়ে দেন। দীর্ঘদিন শুনানী শেষে আদালতের বিচারক মোঃ হাসানুল ইসলাম উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকানকে চেয়ারম্যান পদ থেকে অব্যহতি দিয়ে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষনা করে পুনঃ নির্বাচনের আদেশ দেন।
ওই আদেশ অনুযায়ী ২৪ জানুয়ারি মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষে উপ-সচিব মোঃ আতিয়ার রহমান ১৭.০০০০০০০,০৭৯,৪০,০২২,১৯-১৬ নং স্মারকে বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তাকে আগামী ১৬ মার্চ আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুণঃ নির্বাচন ইভিএম পদ্ধতিতে আয়োজনের সকল প্রস্ততি নেওয়ার জন্য আদেশ প্রদান করেন।
বরগুনা জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নি অফিসার দিলীপ কুমার হাওলাদার মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে বলেন, আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচনের আদেশ পেয়েছি। আদেশ অনুযায়ী আগামী ১৬ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরো বলেন, ওই বিষয়ে আমতলী উপজেলা নির্বাচন অফিসারকে প্রয়োজনীয় প্রস্ততি গ্রহন করার জন্য বলা হয়েছে। #