আমতলী সড়ক দূর্ঘটনায় পথচারী আহত, মুমুর্ষ অবস্থায় বরিশাল হাসপাতালে

আমতলী সড়ক দূর্ঘটনায় পথচারী আহত, মুমুর্ষ অবস্থায় বরিশাল হাসপাতালে

বরগুনার আমতলী- কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা নামক স্থানে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী সোহেল (৩৫) গুরুত্বর আহত হয়েছে। মুমুর্ষ অবস্থায় বরিশাল তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, শনিবার বিকেল সারে ৫টার দিকে আমতলী- কলাপাড়া আঞ্চলিক মহাসড়কের ছুড়িকাটা নামক স্থানে কলাপাড়া থেকে ছেড়ে আসা একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ৪২-৭৫৫৯) পথচারী সোহেলকে ধাক্কা দেয়। এতে সে ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। এতে তার মাথা ফেটে নাক ও কান দিয়ে রক্ত বের হয়ে যায়। স্থাণীয়রা গুরুত্বর আহত অবস্থায় সোহেলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মুমুর্ষ অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পুলিশ চালকসহ প্রাইভেটকারটি আটক করে থানায় নিয়ে গেছে।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল অফিসার গৌরাঙ্গ হাজরা বলেন, সোহেলের মাথা ফেটে নাক ও কান দিয়ে রক্ত বের হয়ে যাওয়ার কারনে মুমুর্ষ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, সড়ক দূর্ঘটনায় প্রাইভেটকারের চালকসহ মাইক্রোবাসটি আটক করে থানায় আনা হয়েছে।