দেশের উত্তর-পূর্বাঞ্চলে ১০ সেকেন্ডের ভূমিকম্প

দেশের উত্তর-পূর্বাঞ্চলে শনিবার সন্ধ্যায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ রুহুল কদ্দুস জানান, আসামে পাঁচ মাত্রার ভূমিকম্প হয়েছে। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ২৮৮ কিলোমিটার উত্তরে।
তবে কুড়িগ্রাম ও আশেপাশের এলাকায় এর তীব্রতা অনুভূত হয়েছে অন্য জেলাগুলোর তুলনায় অপেক্ষাকৃত বেশি।
এ ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতি হয়নি উল্লেখ করে রুহুল কদ্দুস বলেন, আসামে সৃষ্ট ভূমিকম্পের প্রভাবে আমাদের উত্তরাঞ্চল বিশেষ করে কুড়িগ্রাম, রংপুর, ময়মনসিংহ, সিলেট এলাকায় কম্পন অনুভূত হয়েছে। কেন্দ্রস্থলে ভূমিকম্পের গভীরতা ছিল দশ কিলোমিটার।
রংপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মোস্তাফিজার রহমান ভূকম্পনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভূকম্পনের উৎপত্তি ভারতের আসামে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৫। তবে এতে জেলার কোথাও ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে আনুমানিক ১০ সেকেন্ড স্থায়ী এ ভূ-কম্পন জেলা সদর ও আশেপাশের এলাকায় অনুভূত হয়। ভূমিকম্পে আতঙ্কে লোকজন ঘরের বাইরে বেরিয়ে এলেও তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির সংবাদ জানাতে পারেননি তারা।