আমতলীতে অভিযানে গাজা ও ইয়াবাসহ কারবারী গ্রেপ্তার

আমতলীতে অভিযানে গাজা ও ইয়াবাসহ কারবারী গ্রেপ্তার

বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের পশ্চিম চিলা গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম অভিযান চালিয়ে অত্র এলাকার চিহ্নিত মাদক কারবারী শাহাদৎ হোসেন (২৮) কে গাজা ও ইয়াবাসহ গ্রেপ্তার  করে। 

জানাগেছে, সোমবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক আঃ রাজ্জাকের নেতৃত্বে উপজেলা পশ্চিম চিলা গ্রামের চিহ্নিত মাদক কারবারী ও অত্র এলাকার আঃ রাজ্জাক মিয়া পুত্র শাহাদৎ হোসেনের বসত বাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় তার স্বীকারোক্তিতে তার বসত বাড়ীর রান্না ঘরের মধ্য থেকে ১৫০ গ্রাম গাজা ও ৩০ পিচ ইয়াবা উদ্ধার করে। আটককৃত শাহাদৎ হোসেনকে সন্ধ্যায় আমতলী থানায় সোপর্দ করা হয়েছে। 

এ ব্যাপারে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক আঃ রাজ্জাক বাদী হয়ে মাদক কারবারী শাহাদৎতের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেন।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক আঃ রাজ্জাক বলেন, আটককৃত শাহাদৎ হোসেন একজন চিহ্নিত মাদক কারবারী সে দীর্ঘদিন ধরে অত্র এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। 

আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের একটি টিম চিহ্নিত মাদক কারবারী শাহাদৎকে আটক করে সন্ধ্যায় থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।