যশোরে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৪৩

যশোরে করোনা শনাক্তের হার বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ জেলায় ২৮৮ জনের নমুনা পরীক্ষা করে ১৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। অর্থাৎ করোনা শনাক্তের হার ৪৯ শতাংশ। মঙ্গলবার এই হার ছিল ৪২ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় যশোর জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডের ডেডিকেটেড ইউনিট ও আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন দুইজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনা রোগী এবং আরেকজন সন্দেহভাজন করোনা রোগী হিসেবে চিকিৎসাধীন ছিলেন।
করোনা শনাক্তের হার ক্রমেই উর্ধমুখী হওয়ায় বিষয়টি নিয়ে প্রশাসন উদ্বিগ্ন বলে জানিয়েছেন যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি বিবেচনায় যশোর পৌরসভা ও অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভা এলাকায় বুধবার মধ্যরাত থেকে কঠোর স্বাস্থ্যবিধি আরোপ করা হচ্ছে। এরফলে যশোর শহর থেকে কোন যানবাহন কোথাও যাবে না। দোকানপাট, বিপনী বিতান, পার্ক, কমিউনিটি সেন্টার, সব ধরণের সভা, সমাবেশ, অনুষ্ঠান আয়োজন বন্ধ থাকবে। কেবল কাচাবাজার, ওষুধের দোকান ও নিত্যপণ্যের দোকান কঠোর বিধিনিষেধের আওতামুক্ত থাকবে।
গত মে মাসে যশোরের করোনা শনাক্তের হার একেবারে কমে আসলেও জুন মাসের শুরু থেকেই তা বাড়তে শুরু করে। সীমান্ত জেলা হিসেবে উচ্চ ঝুঁকিপূর্ণ জেলাগুলোর তালিকায় যশোরকে অন্তর্ভূক্ত করে স্বাস্থ্য অধিদপ্তর। গত ৭ জুন এ জেলায় করোনা রোগী শনাক্তের হার ছিল ২৯ শতাংশ। ৮ জুন তা বেড়ে ৪২ শতাংশে দাঁড়ায়। আর আজ তা দাঁড়িয়েছে ৪৯ শতাংশে। এ পর্যন্ত যশোর জেলায় ৭ হাজার ৭০১ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ৮৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে ৭২ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।