আমতলীতে অসহায় পরিবারের মাঝে পৌরসভার খাদ্য সহায়তা বিতরণ

করোনা ভাইরাসের প্রভাবে বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
আজ (সোমবার) পৌরসভা কার্যালয়ের সামনে নয়টি ওয়ার্ডের এক হাজারজন হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে দশ কেজি চাল, দুই কেজি আলু, আঁধা লিটার তৈল, এক কেজি লবণ, এক কেজি ডাল ও একটি করে ডেটল সাবান বিতরণ করা হয়েছে।
এ খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান ও উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুবক্কর সিদ্দিক, এসআই নজরুল ইসলাম, পৌরসভার সকল কাউন্সিলর, সাংবাদিক ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।
পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, পর্যায়ক্রমে পৌরসভার সকল হতদরিদ্র, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হবে।