আমতলীতে কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারীর হাত-পায়ে হাতুড়ীপেটা কাণ্ড

বরগুনার আমতলী কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারীকে হাতুড়ীপেটা করে হাত-পা থেতলে দেয়ার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামী জেলা যান্ত্রিকযান ত্রি- হুইলার মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধাকে গ্রেফতার করায় বন্ধ করে দেয়া হয়েছে আমতলী উপজেলায় চলাচলরত সকল গাড়ী। এতে চরম ভোগান্তিতে পড়ছে অভ্যান্তরিন রুটের যাত্রীরা।
গত বৃহস্পতিবার সকাল সারে ১০টার দিকে আমতলী সদর ইউনিয়নের ইসলামপুর কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী মোঃ আবুল কালাম আজাদকে ১৫/২০ জনের একদল সন্ত্রাসী এলোপাথারী হাতুড়ীপেটা করে। এতে তার ডান পা ও হাত থেতলে যায়।
আহত আবুল কালাম আজাদ দাবী করেন, সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধার ছোট ভাই বরগুনা জেলা যান্ত্রিকযান ত্রি- হুইলার মালিক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধার সাথে নির্বাচনী প্রচার-প্রচারনা নিয়ে তাদের সাথে মারামারির ঘটনা ঘটেছিল। সেই ঘটনার জের ধরে খোকন মৃধার নেতৃত্বে ১৫/২০ জন সন্ত্রাসী তাকে হাতুড়ীপেটা করে হাত-পা থেতলে দিয়েছে।
এ ঘটনায় গত শনিবার দুপুরে আবুল কালাম আজাদের বাবা মোঃ কাঞ্চন আলী মৃধা বাদী হয়ে মোঃ জহিরুল ইসলাম খোকন মৃধাকে প্রধান আসামী করে ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ওই দিনই রাত ৮ টার দিকে জহিরুল ইসলাম খোকন মৃধাকে আমতলী থানা পুলিশ গ্রেফতার করে রবিবার কোর্টে সোপর্দ করে। খোকন মৃধার গ্রেফতারের প্রতিবাদে রবিবার সকাল থেকে আমতলী উপজেলার অভ্যান্তরিন রুটে চলাচলরত সকল যান্ত্রিকযান ত্রি- হুইলার গাড়ীর চালকরা গাড়ী চলাচল বন্ধ করে দেয়। এতে ভোগান্তিতে পড়ছে অভ্যান্তরিন রুটের সকল যাত্রীরা।
গাজীপুর বন্দরের যাত্রী নিজাম উদ্দিন বলেন, সকালে আমতলী যাওয়ার জন্য মাহেন্দ্রা ষ্ট্যান্ডে এসে দেখি গাড়ী বন্ধ। পড়ে বেশী ভাড়া দিয়ে হুন্ডায় আমতলী এসেছি।
আমতলী- তালতলী রুটের যাত্রী আবুল হোসেন ও সুফিয়া বেগম বলেন, আমি সবসময় মাহেন্দ্র গাড়ীতে চলাচল করি। আজ মাহেন্দ্রা বন্ধ থাকায় বাধ্য হয়ে বাসে তালতলী যাচ্ছি।
আমতলী- নোমরহাট- রুটে চলাচলরত মাহেন্দ্রা ড্রাইভার মোঃ কামাল, জামাল হোসেন, রেজাউল করিম, সুলতান বলেন, আমাদের নেতা খোকন মৃধা এ ঘটনার সাথে আদৌ জড়িত নয়। তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করার প্রতিবাদে আমরা আমতলীতে সকল গাড়ী চলাচল বন্ধ রেখেছি।
আমতলী থানার ওসি মোঃ আবুল বাশার বলেন, ত্রি-হুইলার গাড়ীর চালকরা অভ্যান্তরিন রুটে তাদের গাড়ী চালানো বন্ধ রেখেছে শুনেছি। হাতুড়ীপেটার ঘটনার থানায় ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামী জহিরুল ইসলাম খোকন মৃধাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।