উলানিয়ায় ২টি কেন্দ্রে ফেয়ার প্রাইজের চাল বিক্রি শুরু

উলানিয়ায় ২টি কেন্দ্রে ফেয়ার প্রাইজের চাল বিক্রি শুরু

বরিশালের মেহেন্দিগঞ্জে উলানিয়া ইউনিয়নে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হতদরিদ্রদের জন্য সল্প মূল্যে ফেয়ার প্রাইজের চাল বিক্রি শুরু করা হয়েছে।

গতকাল শনিবার সকাল ৯টায় আশা কেজিস্কুল ও কালীগঞ্জ বাজার ২টি কেন্দ্রে। খাদ্য বান্ধন কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে মাথাপিচু কার্ডধারীদের মাঝে নির্ধারিত (৩০ কেজির বস্তা) চাল ৩০০/- টাকায় বিক্রির কার্যক্রম শুরু করা হয়। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য জসিম সরদার, ডিলার আব্দুল গনি, ডিলার সঞ্চিত সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। 

চাল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ইউপি সদস্য জসিম সরদার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছেন হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিতরণ করার কথা। তিনি তা বাস্তবায়ন করেছেন। এসময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেন।