আমতলীতে কর্মহীনদের বাড়ীতে পৌরসভার উদ্যোগে মেয়ররে ত্রাণ বিতরণ

আমতলীতে কর্মহীনদের বাড়ীতে পৌরসভার উদ্যোগে মেয়ররে ত্রাণ বিতরণ

বরগুনার আমতলী পৌরসভার উদ্যোগে মরনঘাতি করোনা ভাইরাসের সংক্রামন ঠেকাতে লকডাউনে থাকা হতদরিদ্র ও কর্মহীন দুই হাজার পরিবারের বাড়ীতে গিয়ে খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। 

শুক্রবার সকাল ১১ টায় পৌর ভবনের সামনে পৌরসভার ৯টি ওয়ার্ডের করোনায় হতদরিদ্র ও কর্মহীন পরিবারের বাড়ীতে গিয়ে খাদ্য সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন ও পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান। 

এ সময় উপস্থিত ছিলেন নৌ বাহিনীর লেঃ কমান্ডার মোঃ রাকিবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, অফিসার ইনচার্জ   মোঃ শাহআলম, অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ হেলাল উদ্দিন, পৌরসভার কাউন্সিলরগন সাংবাদিকসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন।

দুই হাজার পরিবারের প্রতিটি পরিবারের জন্য দশ কেজি চাল, দুই কেজি আলু, এক কেজি ডাল, আধা কেজি পিয়াজ ও একটি বল সাবান খাদ্য সহায়তা হিসেবে দেয়া হয়েছে। 

পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান নিজে বাইক চালিয়ে পৌরসভার কর্মকর্তা ও কাউন্সিলরদের সাথে নিয়ে প্রতিটি হতদরিদ্র ও কর্মহীনদের বাড়ীতে গিয়ে এ খাদ্য সহায়তার প্যাকেটগুলো পৌছে দিচ্ছেন।