আমতলীতে গাঁজা সহ ১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮

বরগুনার আমতলী উপজেলার জনৈক নওশা মৃধার ইটের ভাটার সংলগ্ন শাখারিয়া-গলাচিপা থেকে মো. এনামুল হক নাইম (২৫) নামে ১'শ ষাট গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প।
র্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে (৪ এপ্রিল) সাড়ে ৬ টার দিকে র্যাব-৮ এর কমান্ডার মো. শহিদুল ইসলাম বিএন এর নের্তৃত্বে পটুয়াখালী গলাচিপা উপজেলার ছৈলাবুনিয়া গ্রামের মৃত আলী আজম খানের ছেলে মো. এনামুল হক নাইম (২৫) এর কাছ থেকে ১৬০ গ্রাম গাঁজা, ১ টি মোবাইল ফোন, ১ টি সীম উদ্ধার করা হয়।
র্যাব-৮ এর অধিনায়ক কমান্ডার মো. শহিদুল ইসলাম বিএন বলেন, ‘উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামী মো. এনামুল হক নাইম (২৫) বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে র্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেছে।’