আমতলীতে গাজাসহ যুবক গ্রেফতার

বরগুনার আমতলীতে গাজাসহ মিরাজুল ইসলাম (২০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রবিবার (৮ সেপ্টেম্বর) বিকাল ৩:০০ ঘটিকার দিকে আমতলী থানার পাতাকাটা এলাকা থেকে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। মিরাজুল ইসলাম পাতাকাটা গ্রামের মোশারেফ হওলাদারের ছেলে।
আমতলী থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই আমতলীর পাতাকাটা এলাকায় অভিযান চালিয়ে ৫০ গ্রাম গাজাসহ মিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলেও জানান।