বরিশালে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

‘গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান’ শ্লোগান নিয়ে বরিশালে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয়পরিসংখ্যান দিবস-২০২২ পালিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় নগরীর উত্তর আলেকান্দায় জেলা পরিসংখ্যান অফিস চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা পরিসংখ্যান অফিস সভাকক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম-পরিচালক মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
মেহেন্দিগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান সাইফুদ্দিন মোহাম্মদ রাশেদ, বানারীপাড়া উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আব্দুর রহমানসহ পরিসংখ্যান অফিসের অন্যান্য কর্মকর্তারা। সভায় পরিসংখ্যান দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা করা হয়।