আমতলীতে ট্রলার ডুবির ২৪ ঘন্টায় খোঁজ মেলেনি ২ জনের

আমতলীতে ট্রলার ডুবির ২৪ ঘন্টায় খোঁজ মেলেনি ২ জনের

বরগুনার তালতলী উপজেলার পায়রা (বুড়িশ্বর) নদীতে পণ্যবাহী ট্রলার ডুবির ২৪ ঘন্টা পরেও খোঁজ মেলেনি নিখোঁজ হওয়া দুই শ্রমিকের।

আজ রবিবার (৫ জুন) দুপুরে তালতলী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ সাখাওয়াত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, বরগুনা থেকে তালতলী যাবার সময় গতকাল শনিবার মধ্যরাতে পণ্যবাহী ট্রলার উরবুনিয়া নামক স্থানে পায়রা (বুড়িশ্বর) নদীতে ইঞ্জিন বিকল হওয়ার কারণে নদীতে ট্রলার ডুবে যায়।

তীরে ফেরা আবদুর রব মৃধা জানান, মধ্যরাতে চাড়াভাঙ্গা থেকে বগী বাজারের দিকে যাওয়ার সময় পায়রা (বুড়িশ্বর) নদী পাড়ি দিলে হঠাৎ মাঝ নদীতে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এসময় নদীতে থাকা প্রচন্ড ঢেউয়ে ট্রলারটিতে পানি উঠতে শুরু করে এবং একপর্যায়ে পুরো ট্রলারটি পানিতে তলিয়ে যায়।

এসময় ভাষান ব্যবসায়ী রব মুন্সী ও শ্রমিক বাদল তীরে উঠতে পারলেও ট্রলার মালিক রিপন (৪০), শ্রমিক ইউনুছ (৫০), ফোরকান (৩৫) প্রায় আধাঘণ্টা পরে মাছ ধরার নৌকার জেলেরা তাদের ভাসমান অবস্থায় উদ্বার করে। রাতেই তাদের স্থানীয় লোকজন বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। অপর আরো দুই শ্রমিক কমল (৪০) এবং খালেক (৪২) এখনও নিখোঁজ রয়েছে।  

ট্রলার মালিক রিপন বলেন, শনিবার রাত ৮টার দিকে বরগুনা থেকে মালামাল নিয়ে আমি ও ৫ জন শ্রমিকসহ তালতলীর সাপ্তাহিক বাজারের উদ্দেশ্য রওয়ানা দিয়েছি। আমার ট্রলারে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার মালামাল ছিলো।

তালতলী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ সাখাওয়াত হোসেন বলেন, খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থালে এসেছি এবং নদী থেকে যতটুকু সম্ভব পন্য উদ্ধার করেছি। তবে এখনো নিখোঁজ দুই জন শ্রমিকের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।