আমতলীতে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০তম গ্রেডে বেতন নির্ধারনের দাবীতে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আমতলী উপজেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আমতলী উপজেলা শাখার সভাপতি মোঃ রবিউল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম জিল্লুর রহমানের সঞ্চালনায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন শিক্ষক আনোয়ারুল কবির, মামুনুর রশিদ, কামরুন্নাহার, সাথীয়া সুলতানা, আখতারুজ্জামান জাকির খান প্রমুখ।
মানববন্ধন চলাকালে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের কাছে স্মারকলিপি প্রদান করেন। বক্তারা দ্রুত তাদের দাবী মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আবেদন জানান।
মানববন্ধনে আমতলী উপজেলার ৭টি ইউনিয়ন ব্যানারে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত প্রধান ও সহকারি শিক্ষক-শিক্ষিকারা অংশ নেয়।