আমতলীতে বরগুনা জেলা প্রশাসক এর মতবিনিময় সভা

বরগুনার আমতলী উপজেলার সদর ইউনিয়নের উদ্যোগে আইনশৃংখলা পরিস্থিতি, মানসম্মত শিক্ষা নিশ্চিত করন, নাগরিকসেবা প্রদান, দুর্নীতি বিরোধী মাদকমূক্ত সমাজ গঠন, যৌতুকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন, শিশুশ্রম নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, জন্ম নিবন্ধন, সন্ত্রাস ও নাশকতা বিরোধী কার্যক্রম জোরদার করনের লক্ষ্যে মতবিনিময় ইউপি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা প্রশাসক মোঃ মোস্তাাইন বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এ্যাড. মোঃ নুরুল ইসলাম মিয়া, মোঃ আখতারুজ্জামান খান বাদল, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, মোঃ হারুন অর রশিদ, একেএম নুরুল হক তালুকদার প্রমুখ।
মতবিনিময় সভায় ইউনিয়নের সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।