আমতলীতে সূর্যমুখী চাষ বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বীজ বিতরন

আমতলীতে সূর্যমুখী চাষ বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বীজ বিতরন

বরগুনার আমতলী উপজেলায় ২০১৯-২০ অর্থবছরে উপজেলা পরিষদ ও এডিপি অর্থায়নে সূর্যমুখী চাষ বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে ইউটিএন্ডডিসি হলে উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে সার ও সূর্যমুখী বীজ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। 
এ সময় উপস্থিত ছিলেন আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকান, পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান, ভাইস চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা, আলহাজ্ব এ্যাড. মোঃ নুরুল ইসলাম মিয়া, আখতারুজ্জামান খান বাদল, বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, মোঃ হারুন অর রশিদ, একেএম নুরুল হক তালুকদার, কৃষি অফিসার সিএম রেজাউল করিম প্রমুখ।  


প্রধান অতিথি উপজেলার ৭টি ইউনিয়নের ৭০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি সূর্যমুখী বীজ, ১০ কেজি এমওপি, ২০ কেজি ডিএপি সার বিতরণ করেন।