আমতলীতে বাউল শিল্পীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহায়তা

বরগুনার আমতলীতে মহামারি করোনাভাইরাসে কর্মহীন পঁচিশ জন বাউল শিল্পীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মানবিক খাদ্য সহায়তার ত্রান বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুর ১২টায় পৌরসভার ৩নং ওয়ার্ডের বালুর মাঠে করোনায় কর্মহীন হতদরিদ্র পঁচিশ জন বাউল শিল্পীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক খাদ্য সহায়তার জনপ্রতি দশ কেজি চাল, তিন কেজি আলু ও এক লিটার তৈল বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর পক্ষে এ মানবিক খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জামিউল হিকমা, সাংবাদিক ও স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন মুঠোফোনে বলেন, করোনায় কর্মহীন পচিশ জন আউল শিল্পীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেয়া মানবিক খাদ্য সহায়তার চাল, আলু ও তৈল বিতরণ করা হয়েছে।