আমতলীতে মৃত্যুবরনকারী উপজেলা চেয়ারম্যানের সংস্পর্শে আসা কেহ করোনায় আক্রান্ত হয়নি

বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জিএম দেলওয়ার হোসেন গত ৯ এপ্রিল বেলা সারে এগারোটার সময় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেণ।
গত ১১ এপ্রিল জিএম দেলওয়ারের বাড়ীতে গিয়ে তার পরিবার, পুত্র, কণ্যা, পুত্রবধূ, নাতিসহ ও তার সংস্পর্শে আসা পয়ত্রিশ জনের নমুনা সংগ্রহ করেন বরগুনা সিভিল সার্জননের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য বিভাগ। নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠায়।
আজ সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৪টায় নমুনা রিপোর্ট বরগুনার সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছায়। এতে নমুনা নেয়া পয়ত্রিশ জন সকলের রিপোর্ট নেগেটিভ আসছে।
এ বিষয়ে বরগুনা সিভিল সার্জন ডাঃ হুমায়ুন হাসান শাহিন খান মুঠোফোনে জানান. জিএম দেলওয়ার হোসেনের নিকটজন ও তার সংস্পর্শে আসা পয়ত্রিশ জনের নমুনা সংগ্রহ করে ঢাকা রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইসিডিআর) পাঠিয়ে ছিলাম। রিপোর্ট নেগেটিভ এসেছে। এরা কেহ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়নি। তবে এ পয়ত্রিশ জনকে চৌদ্দদিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।