কাল থেকে আমতলীর দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বসবে বাজার

কাল থেকে আমতলীর দুটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে বসবে বাজার

মরনঘাতি করোনাভাইরাসে মানুষকে ঘরে রাখতে সরকারি নির্দেশনা জারির পরেও কোনোভাবেই মানুষকে ঘরে রাখা যাচ্ছে না। পুলিশ  নৌবাহিনীর টহল জোরদার ও উপজেলা প্রশাসনের কড়া মাইকিং এর কারনে পৌরশহরসহ উপজেলার প্রধান সড়কগুলোতে মানুষ ও যানবাহনের চলাচল কিছুটা সিমিত হয়েছে একেবারে বন্ধ হয়নি।

উপজেলাব্যাপী লকডাউন থাকলেও সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত আমতলী পৌরশহরসহ উপজেলার বিভিন্ন কাঁচা ও মাছ বাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লেগেই আছে। মানা হচ্ছে না সামাজিক দুরত্ব। ফলে আমতলীর বিভিন্ন সচেতন মহল থেকে খোলা মাঠে কাঁচা ও মাছবাজার স্থানান্তর করার দাবী জানান। দাবীর পক্ষে গত দুই তিন দিন ধরে সোস্যাল মিডিয়ায় অনেকে পোস্ট দিতেও দেখা গেছে। বাজার স্থান্তান্তরের পক্ষে পৌরসভার অধিকাংশ মানুষ মতামত দিয়েছেন। 

বিষয়টি অনুধাবন করে সামাজিক দুরত্ব বজায় রাখতে আমতলী পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান নতুন বাজার বাঁধঘাটের কাঁচা ও মাছ বাজারটি স্থানান্তর করে সরকারী আমতলী ডিগ্রী কলেজ মাঠে ও পৌরসভা সংলগ্ন কাঁচা ও মাছ বাজারটি সরকারী একে হাই স্কুল মাঠে বসানোর সিন্ধান্ত নিয়েছেন। আগামীকাল মঙ্গলবার থেকে প্রতিদিন এ দুটি মাঠে কাঁচা ও মাছ বাজার বসবে বলে তিনি নিশ্চিত করেছেন।

পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, আমতলীতে করোনা রোগী শনাক্ত ও মৃত্যু হলেও প্রতিদিন কাঁচা ও মাছ বাজারে মানুষের উপচেপড়া ভিড় লেগেই থাকে। বাজারে আসা মানুষজন কেউ শারীরিক দূরত্ব না মেনেই চলাচল করছেন। তাই আমি সিন্ধান্ত নিয়েছি খোলা মাঠে বাজার দুটি বসানোর। যাতে মানুষের মধ্যে শারীরিক দুরত্ব বজায় থাকে। তিনি আরো বলেন, আগামীকাল থেকে প্রতিদিন সকাল ছয়টা থেকে দুপুর বারটা পর্যন্ত এ বাজার দুটিতে ক্রয় বিক্রয় চলবে। 

আমতলী উপজেলার নির্বাহী অফিসার মনিরা পারভিন মুঠোফোনে বলেন, উপজেলার মধ্যে যে কয়টি কাঁচা ও মাছ বাজার আছে সেগুলো স্থানান্তর করে খোলা মাঠে বসানো যায় কিনা সেটা নিয়ে আমরা ভেবে দেখছি।