আমতলীতে স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময়

বরগুনার আমতলী পৌরসভার আয়োজনে আমতলী’র স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মো: মতিয়ার রহমান।
রবিবার বিকাল ৫ টায় পৌরসভা মিলনায়তনে আমতলী সরকারী একে হাই স্কুল ও মফিজ উদ্দিন পাইলট বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থীরা একত্রিত হয়ে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ার লক্ষ্যে পৌর মেয়র মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আমতলী থানার এসআই মহিউদ্দিন, উদীচী শিল্প গোষ্ঠির সভাপতি বাবু অশোক কুমার মজুমদার, ব্যবসায়ী সমিতি সভাপতি হারুন অর রশিদ হাওলাদার, সেচ্ছাসেবী সংগঠনের কর্মী লুবনা প্রমুখ।
সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোক্তা লুবনা মরিয়ম বলেন, আমরা দু’স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থীরা মিলে ঝড়ে পরা শিক্ষার্থীদের সহযোগিতাসহ এলাকার দুঃস্থ অসহায় শিশুদের কল্যাণে কাজ করতে চাই।
পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান শিক্ষার্থীদের উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।