আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবঃ পরীমনি

আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবঃ পরীমনি

নিজের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবার ঘোষণা দিলেন অভিনেত্রী পরীমনি। মঙ্গলবার ভোরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাস এ কথা বলেন তিনি।

এসময় নিজের দুঃসময়ে পাশে থাকায় আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক ও সহকর্মীসহ দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পরীমনি।

পরীমনির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া স্ট্যাটাস হুবুহু তুলে ধরা হলো-

আমার বিশ্বাস আমার আস্থা ভুল ছিলো না। আইন সবার উপরে। শুধু সেই সঠিক জায়গায় পৌঁছানটাই যত কষ্ট!

আইনশৃঙ্খলা বাহিনী,সকল সাংবাদিক,সকল সহকর্মী এবং দেশের মানুষ যারা আমার এই দুঃসময়ে আমার পাশে ছিলেন, আছেন আমি সবার প্রতি আজীবন কৃতজ্ঞ ???? আপনারাই আমার সাহস ♥️

আসামীদের গ্রেপ্তার করা হয়েছে। এখন আমার চাওয়া আসামীরা যেন দৃষ্টান্তমূলক শাস্তি পায়। কোনভাবেই যেন এই ধরনের লোকেরা আর কোন মেয়েকে এভাবে নির্যাতন অপমান করার সাহস না পায়। আমি হার মানবনা। আমি এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

মাননীয় প্রধানমন্ত্রী আপনি এই দেশের আশীর্বাদ। আপনি মা। আপনি মমতার আঁচলে জড়িয়ে রাখেন আপনার সকল সন্তানকে।