শিশু ধর্ষণকারী র‌্যাবের হাতে গ্রেপ্তার

শিশু ধর্ষণকারী র‌্যাবের হাতে গ্রেপ্তার

 র‌্যাবের অভিযানে মো. আশ্রাব আলী (৫৫) নামক এক  শিশু ধর্ষণকারী গ্রেপ্তার হয়েছে। শনিবার (৮ ফেব্রয়ারি) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৮ সদর দপ্তর বরিশাল।

ধর্ষক আশ্রাব আলী হাওলাদার পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এশার বাসিন্দা। সে পেশায় মুদি দোকানী। তাকে শনিবার (৮ ফেব্রয়ারি) দূপুরে পিরোজপুর জেলার নেছারাবাদ থানা এলাকা থেকে গ্রেপ্তার  করে র‌্যাব।

র‌্যাব জানায়, মুদি দোকানী আশ্রাব আলী প্রতিবেশী ১১ বছরের এক মেয়েকে নাতি বলে ডাকতো। সেই কোমলমতি নাতি প্রায়ই তার দোকানে যেতো এবং টিভি দেখতো। বিষয়টি কখনও কেউ সন্দেহ করেনি। গত ৭ ফেব্রয়ারি বিকেলে শিশুটি টিভি দেখার জন্য দোকানে আসলে আশ্রাব আলী খাবারের প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে দোকানের পিছনে নিজ বসত ঘরে কেউ না থাকায় ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এতে শিশুটির প্রচুর রক্তক্ষরণ হয়। পরে শিশুর স্বজনরা জিজ্ঞসাবাদে বিষয়টি জানতে পারে এবং প্রচুর রক্তক্ষরণ হওয়ায় দ্রুত শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা  মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। 

এ এঘটনায় ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেছারাবাদ থানায় একটি মামলা দায়ের করেন।