আর্জেন্টিনার ৪ জন কোচ মেসির বন্ধু

আর্জেন্টিনার ৪ জন কোচ মেসির বন্ধু

ক্যারিয়ারে কি পাননি লিওনেল মেসি? অনেক অনেক অর্জন তার। হ্যাঁ, পাননি শুধু বিশ্বকাপটাই। কাতারে যা অর্জনের শেষ সুযোগ তার। আর এ কারণেই অন্তত মেসির জন্য হলেও এবার বিশ্বকাপ জিততে চায় আর্জেন্টিনার বাকি খেলোয়াড়েরা।

শুধু খেলোয়াড়রা কেন, কোচিং স্টাফরাও উজাড় করে দিচ্ছেন নিজেদের। যাদের মধ্যে চারজনই আবার মেসির সাবেক সতীর্থ বা বন্ধু।

২০১৮ সালে মেসিদের প্রধান কোচের দায়িত্ব নেন লিওনেল স্কালোনি। ৪৪ বছর বয়সী এই কোচ যখন দায়িত্ব নিলেন, তখন দলটার অবস্থা ছিল খুবই বাজে। সেখান থেকে তিনি কক্ষ পথে ফিরিয়ে আনেন দলকে।

স্কালোনি এ ক্ষেত্রে পাশে পেয়েছেন রবার্তো আয়ালা, পাবলো আইমার, ওয়াল্টার স্যামুয়েলকে। এই তিনজনই স্কালোনির সহকারী কোচ। খেলোয়াড়ি জীবনে যারা সবাই ছিলেন বিশ্বমানের।

স্কালোনি আর্জেন্টিনার দায়িত্ব নেন ২০১৮ সালের ২ আগস্ট। একই দিন তার সহকারী হিসেবে নিয়োগ পান পাবলো আইমার। ওই মাসেই ওয়াল্টারকেও দায়িত্ব দেওয়া হয়। আর আয়ালা দায়িত্ব পান পরের বছর জানুয়ারিতে।

স্কালোনির চেয়ে অবশ্য তার তিন সহকারীর খেলোয়াড়ি জীবনের প্রোফাইল অনেক উঁচু মানের। আয়ালা তো একশটিরও বেশি ম্যাচ খেলেছেন আর্জেন্টিনার হয়ে।

আইমার ও স্যামুয়েল দুজনই খেলেছেন পঞ্চাশটির বেশি ম্যাচ। সেখানে স্কালোনি খেলেছেন মাত্র ৭ ম্যাচ।

আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার আগে স্কালোনির ব্যাকগ্রাউন্ডও তেমন ছিল না। কোনো জাতীয় দলের হয়ে কাজ করেননি। লা লিগার দল সেভিয়ায় কিছুদিন কাজ করেছেন সহকারী কোচ হিসেবে।

আর্জেন্টিনার সহকারী কোচ ছিলেন এক বছর। সেখান থেকেই প্রধান কোচের দায়িত্ব স্কালোনি। সাবেক সতীর্থ ও বর্তমানে শিষ্য মেসির হাতে যিনি এবারের বিশ্বকাপটা দেখতে চান। দেখতে চান তার সহকারীরাও। খেলোয়াড়ি জীবন বর্ণিল হলেও বিশ্বকাপ যে জেতা হয়নি আয়ালা, আইমার, স্যামুয়েলদেরও।