আমতলীতে গোপনে মুক্তিযোদ্ধা যাদুঘরটি অজপাড়াগায়ে নির্মাণ করার প্রতিবাদ

বরগুনার আমতলীতে মুক্তিযোদ্ধা যাদুঘরটি গোপনে অজপাড়াগায়ে নির্মাণ করার প্রতিবাদে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ আমতলী উপজেলা সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটির সভাপতি ও সাবেক উপজেলা কমান্ডার অ্যাড. একেএম শামস উদ্দিন (সানু কমান্ডার)।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের স্মৃতি বহনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয়ের মাধ্যমে ‘মুক্তিযোদ্ধা যাদুঘর’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছেন। এলজিইডি’র মাধ্যমে এ যাদুঘরটি বাস্তবায়ন করা হবে। এ প্রকল্পের প্রথম পর্যায়ে বরগুনা জেলার আমতলী উপজেলায় একটি ‘মুক্তিযোদ্ধা যাদুঘর’ নির্মাণ করার প্রস্ততি গ্রহন করা হয়। এ যাদুঘরটি উপজেলা শহরে নির্মাণ না করে গোপনে উপজেলার গুলিশাখালী ইউনিয়নের অজপাড়াগায়ে গুলিশাখালী গ্রামের বাসিন্ধা বর্তমানে পিরোজপুর জেলার এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আঃ ছত্তার ইঞ্জিনিয়ারের বাড়ীতে নির্মাণ করার সকল প্রস্তুতি নেয়া হয়েছে। বিষয়টি আমরা জানতে পেরে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে বরগুনা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারকে মৌখিকভাবে জানিয়েছি। তারপরেও মুক্তিযোদ্ধা যাদুঘর’টি ওই ইউনিয়নের অজপাড়াগায়ে নির্মাণ করার পায়তারা চলছে।
উপজেলার সকল মুক্তিযোদ্ধাদের একটাই দাবী যেহেতু ইঞ্জিনিয়ার আঃ সত্তার মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান নহে তাই মুক্তিযোদ্ধা যাদুঘর’টি আমতলী উপজেলা সদরে স্থাপন করে মুক্তিযোদ্ধাদের স্মৃতি বহনের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানাচ্ছি। অন্যথায় পরবর্তী সময়ে দাবী আদায়ের জন্য আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য থাকবো।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া, বরগুনা জেলা আওয়ামীলীগ সহ- সভাপতি আলহাজ্ব অধ্যাপক শাহজাহান কবির, আমতলী উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব নাজমুল আহসান নান্নু, সহ-সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম মৃধা, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী দেলোয়ার হোসেন, আঃ মালেক শাহানুর, আবুল হাসেম মাস্টারসহ অর্ধশতাধিক মুক্তিযোদ্ধারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান মুঠোফোনে বলেন, এ বিষয়ে আমি লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উধ্বর্তন কর্তৃপক্ষকে জানাবো।