আসন্ন দূর্গা পূজায় সাম্প্রদায়িক সম্প্রীত বিনস্টের আশংকা বরিশাল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায়

আসন্ন দূর্গা পূজায় সাম্প্রদায়িক সম্প্রীত বিনস্টের আশংকা বরিশাল জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায়

আসন্ন শারদীয় দূর্গোৎসবে কিছু সাম্প্রদায়িক শক্তি দেশের সম্প্রীত বিনস্ট করার চেস্টা করছে বলে আশংকা প্রকাশ করেছেন বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও নিরীক্ষক কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যদা) আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। 

বুধবার ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় বরিশাল নগরীর বরিশাল ক্লাব মিলনায়তনে জেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় হাসানাত আবদুল্লাহ নির্বিঘেœ ও সুষ্ঠু-সুন্দর পরিবেশে দূর্গোৎসব সম্পন্ন করতে দলীয় নেতাকর্মীদের মন্ডপগুলো পাহাড়া দেয়ার নির্দেশনা দেন। 

জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের সঞ্চালানায় বর্ধিত সভায় সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাদিক আবদুল্লাহ, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পাওয়া মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর এবং জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যান ও বর্তমান প্রশাসক মো. মাইদুল ইসলাম সহ বিভিন্ন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সম্পাদক, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌর মেয়র ও কাউন্সিলর, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক, এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা সভায় উপস্থিত ছিলেন। 

আসন্ন জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থী একেএম জাহাঙ্গীরকে তৃনমূলের সাথে পরিচয় করিয়ে দিতেই এই বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে। সভায় দলীয় চেয়ারম্যান ও সদস্য প্রার্থীদের বিজয়ী করতে স্থানীয় সরকারের জনপ্রতিনিধি সহ দলীয় নেতাকর্মীদের আহ্বান জানানো হয়েছে বলে জেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ এমপি সাংবাদিকদের জানিয়েছেন।